মন্তব্য
দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন দরে প্রতি ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৮৬ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দর ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম বেড়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দরে, সোনার অন্যান্য ক্যারেটের মধ্যে প্রতি ভরি ২১ ক্যারেট দুই লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট দুই লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/ইএম/ এমকে