ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে লেভেল-৩ কোচের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে নিজেই এ তথ্য জানিয়েছেন আশরাফুল। এর আগে গত বছর আইসিসির লেভেল-৩ কোচিং সম্পন্ন করেছিলেন এ ক্রিকেটার।
ফেসবুক পোস্টে আশরাফুল আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, এ অর্জন ক্রিকেটের প্রতি আমার আবেগ এবং ক্রমাগত উন্নতির প্রতি প্রতিশ্রুতির প্রমাণ। এখন আমার দক্ষতা শেয়ার এবং অন্যদের (ক্রিকেটার) মাঝে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করতে আগ্রহী আমি। ক্রিকেটের উন্নতি ও উন্নয়নে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও পোস্টে উল্লেখ করেন সাবেক এ অধিনায়ক।
২০২৩ সালে ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আইসিসিতে কর্মরত সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে প্রস্তাব পেয়ে যোগ দিয়েছিলেন তিনি। এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইসিবির অধীনে লেভেল-২ কোর্স করেছিলেন সাবকে এ অধিনায়ক।
বিডি২৪অনলাইন/এস/এমকে