পাবনার চাটমোহরে ৪২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার চাটমোহর প্রতিনিধি এবং চাটমোহর প্রেস ক্লাবের সদস্য আ. লতিফ রঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রেলবাজারে তার ওষুধের দোকান থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তার নামে চাটমোহর থানায় নিয়মিত মামলা হয়।
ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‘খ’ শ্রেণীর তফসিলভুক্ত মাদকদ্রব্য। দেশে এ ট্যাবলেটের বেচাকেনা নিষিদ্ধ।
একাধিক সূত্রে জানা যায়,, দীর্ঘদিন ধরে রেল বাজার এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আ. লতিঢ রঞ্জুর দোকানে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদিকেেএকাধিক সুত্র জানায়, রঞ্জুকে গ্রেফতারের পর থেকেই ‘সাংবাদিক’ নামধারী কিছু ব্যক্তি তাকে ছাড়াতে তদবির শুরু করে। কিন্তু তদবিরে কোন সুবিধা করতে পারেননি তারা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করায় তাদের সব অপচেষ্টা ভেস্তে যায়।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ৪২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাংবাদিক রঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। মাদ্রক নিয়ন্ত্রণ অধিদপ্তর তার বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে