নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বলেছেন, এ নিয়ে শুধু পে-কমিশনের প্রতিবেদন গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এ সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি ক্রয়-সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদেরকে একথা বলেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত সময়ের হওয়ায় পে-স্কেল বাস্তবায়নে যাচ্ছে না এ সরকার। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে-কমিশনের দাবি ছিল। তার ধারাবাহিকতায় স্বাধীন পে-কমিশন প্রতিবেদন দিয়েছে। পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
উপদেষ্টা আরও জানান, পে- কমিশনের সুপারিশগুলো পরীক্ষা–নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি ও পর্যায়ক্রমে বাস্তবায়নের বিষয়গুলো বিবেচনায় মতামত দেবে তারা।
তিনি বলেন, এ ধরনের পে-কমিশন একসঙ্গে সব বাস্তবায়িত হয় না। পর্যায়ক্রমে হয়, সম্ভবত একটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। অর্থের সংস্থান কিভাবে হবে, সংশ্লিষ্ট কমিটি সেটি খতিয়ে দেখবে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে