বিদেশ থেকে বিনিয়োগ আনলে ১.২৫ শতাংশ প্রণোদনা পাবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৬

বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে এলে প্রবাসীদের ১.২৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে। বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার। রেমিটেন্স এলে যেভাবে ক্যাশব্যাক দেওয়া হয়, সেভাবে এটি দেওয়া হবে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, যারা বিদেশে আছেন, তাদের সবারই নিজেদের একটা নেটওয়ার্ক আছে। তারা ওই সোসাইটির সঙ্গে ওই ইনভেস্টমেন্ট কমিটির সঙ্গে ভেরি ওয়েল কানেক্টেড। আশা করা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ আনতে সাহায্য করবেন তারা।

 

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর