আমদানি-নির্ভর পণ্যের মূল্যবৃদ্ধির কারণ জানালেন এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৬

সরকার আমদানি পণ্যে শুল্ক বাড়ায়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বলেছেন, কর বা শুল্ক নয়, বাজারে ফলসহ আমদানি-নির্ভর পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ ডলারের মূল্যবৃদ্ধি।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের এনবিআর ভবনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে এ মিট দ্য প্রেস হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বাড়ানোর জন্য গত দেড় বছরে শুল্ক বাড়ানো হয়নি। বরং জনস্বার্থে চাল, পেঁয়াজ, আলু, সয়াবিন আমদানিতে ডিউটি কমানো হয়েছে।  তিনি আরও বলেন, দেড় বছরে ফলের উপর কোনো ডিউটি বাড়ানো হয়নি। বরং ফল আমদানির ওপর আগের ১০ শতাংশ ইনকাম ট্যাক্স  কমিয়ে শতাংশ করা হয়েছে। একইভাবে খেজুর আমদানির ক্ষেত্রে উল্লেখযোগ্যহারে ডিউটি কমানো হয়েছে।

এনবিআর চেয়ারম্যান জানান, প্রায় ৪০ শতাংশ বেড়েছে ডলারের দাম। দুই বছর আগে ৮০৮৫ টাকা থাকলেও বর্তমানে প্রায় ১২৬১২৭ টাকায় দাঁড়িয়েছে। ফলে বিদেশ থেকে যে কোনো পণ্য আমদানিতে খরচ  বেড়েছে। এটাই পণ্যমূল্য বৃদ্ধির সবচেয়ে বড় কারণ।

 

বিডি২৪অনলাইন/ ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর