দেশের বাজারে নতুন করে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে নতুন দরে কার্যকর হবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানো সংক্রান্ত তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।
নতুন দরে প্রতি ভরি সোনা ২১ ক্যারেট এক হাজার ৪৯৩ টাকা বাড়িয়ে দুই লাখ দুই হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে