পোশাক শিল্পে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
০৩ অগাস্ট ২০২৫

বাংলাদেশ থেকে আমদানি করা পোশাক পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়েছে।  এতে দেশের পোশাক শিল্পে স্বস্তি ফিরেছে। বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্তকে  অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) । সেই সঙ্গে শুল্ক বিষয়ে সফল কূটনৈতিক আলোচনার জন্য অন্তর্র্বতীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

শনিবার ( আগস্ট) ঢাকায় বিজিএমইএ দপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বস্তির খবর জানানোর পাশাপাশি সরকারকে ধন্যবাদ জানান সমিতির সভাপতি মাহমুদ হাসান খান। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র।

বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ছে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, তবে    অর্জনে আত্মতুষ্টির সুযোগ নেই। আমাদের সক্ষমতা বাড়াতে শিল্প খাতের পাশাপাশি সরকারের নীতি সহায়তা অব্যাহত রাখা জরুরি। উৎপাদন দক্ষতা, শ্রম পরিবেশ প্রযুক্তিগত অগ্রগতিতেও নজর দিতে হবে আমাদের। শিল্প মালিক, সরকার, শ্রমিক সংগঠন নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টায় শুল্ক হ্রাস নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর