শেরপুরের শ্রীবরদী পৌর এলাকায় ময়লা-আবর্জনা অপসারণে ডাম্পিং ট্রাক পেয়েছে পৌর প্রশাসন। বুধবার (১৬ জুলাই) শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক শেখ জাবের আহমেদের হাতে ট্রাকটির চাবি হস্তান্তর করেন শ্রীবরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় '৩২ পৌরসভা প্রকল্প' এর অর্থায়নে ট্রাকটি প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ট্রাকটি পাওয়ায় ময়লা পরিবহনে দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।
এদিকে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আমিন তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন ও শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল প্রমুখ।
শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল এ প্রতিক্রিয়ায় বলেন, শহর পরিষ্কার রাখতে পৌরসভার যেমন দায়িত্ব রয়েছে, তেমনি পৌরবাসীরও সমান দায়িত্ব রয়েছে। ডাম্পিং ট্রাকের মাধ্যমে পৌরসভার বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম আরও কার্যকর হবে এবং পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে।
শ্রীবরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের '৩২ পৌরসভা প্রকল্প' এর আওতায় শেরপুর জেলার ২টি উপজেলায় পৌরসভার ময়লা-আবর্জনা স্থানান্তর করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর মধ্যে শ্রীবরদী পৌরসভা একটি।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, এ ট্রাক পৌরসভার ময়লা-আবর্জনা দ্রুত স্থানান্তরের জন্য অনেক সহায়ক হবে। এতে পৌরসভার বিভিন্ন স্থান পরিস্কার ও দূর্গন্ধমুক্ত থাকবে এবং পরিবেশ ভালো থাকবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে