পাবনা-৩ আসনে জিতবে ধানের শীষ: কৃষিবিদ তুহিন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫


সংসদীয় পাবনা- ৩ আসনটি বিএনপির জন্য একটি উর্বর আসন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেছেন, এ আসনে সুষ্ঠু নির্বাচন হলে সবসময় বিএনপি জয়ী হয়। তার মতে, এবার এ আসনে বিএনপি যাকেই দলীয় মনোনয়ন দেবে, তিনিই বিপুল ভোটে বিজয়ী হবেন।

সোমবার (১৪ জুলাই) পাবনার চাটমোহর শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটা কনভেনশন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন। বিএনপির হাইকমান্ডের নির্দেশে হাসান জাফির তুহিন পাবনা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছেন। এ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে বলেও মতবিনিময়কালে জানানো হয়।  চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা-৩ আসন।

মতবিনিময়কালে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনীর কথা তুলে ধরেন। জানান, জুলুম, নিযাতন ও মামলা সহ্য করেও তিনি সবসময় দল থেকে পাওয়া দায়িত্ব সুষ্ঠুভাবে,  নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করেছেন।

মতবিনিময়কালে তুহিন জানান, দলের নির্দেশনা পাওয়ার পর নির্বাচনের জন্য এ আসনে দলীয় দায়িত্বশীল প্রায় সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে দুই একজনের সঙ্গে এখনো যোগযোগ করা হয়নি।  এর মধ্যে অধিকাংশই তার সঙ্গে থাকা ও সহযোগিতা করার কথা জানিয়েছেন। বিশেষ করে বিএনপির অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা তাকে স্বাগত জানিয়েছেন, এ আসনে ধানের শীষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে  প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

চাটমোহরে বিএনপির বিদ্যমান পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কৃষকদলের সভাপতি বলেন, বিএনপি বড় দল, তাই মতের পার্থক্য থাকে। এটা দলের জন্য অনেক সময় মঙ্গলজনকও হয়। দলকে শক্তিশালী করার ক্ষেত্রে দলের অভ্যন্তরে ‘কম্পিটিশন’ থাকে, এটা খারাপ বা সাংঘর্ষিক হলে দলের ক্ষতি হয়।

তিনি বলেন, দলের পদ বা প্রার্থী নিয়ে অনেক সময় বিভক্ত সৃষ্টি হয়।  প্রার্থীতা নিয়ে পক্ষে বা বিপক্ষ মতপার্থক্য আছে, কিন্তু এখানে রেষারেষি নেই। আমার মনে হয়, মনোনয়ন সবশেষ যখন চুড়ান্ত হবে, তখন এ মত পার্থক্য থাকবে না। দলীয় কোন্দল এখানে খুব বেশি আছে বলেও মনে করেন না প্রাথমিক মনোনয়ন পাওয়া এ নেতা।

মতবিনমিয়কালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আরিফা সুলতানা রুমা, কৃষক দলের প্রচার সম্পাদক শামসুর রহমান সামস্, পাবনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, চাটমোহর পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু ও পৌর বিএনপির সাবেক আহবায়ক এএম জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর