চলনবিলের নাটোরের গুরুদাসপুরের বিয়াঘাট বিলহরিবাড়ি আনিসের বাড়ি থেকে জলিলের বাড়ি পর্যন্ত কাচা রাস্তাটি বর্ষা মৌসুমে একেবারেই চলাচলের অনুপোযোগী হয়ে পরে। এ ১২শ’ মিটার রাস্তা পাকা না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চলনবিল অধ্যুষিত দশ গ্রামের অন্তত ২০ হাজার বাসিন্দাকে। বিশেষ করে ফসল ঘরে তুলতে তাদের ভোগান্তির অন্ত নেই। এ পরিস্থিতি থেতে পরিত্রাণ পাওয়া জন্য সোমবার (১৪ জুলাই) এলাকার ৫ শতাধিক মানুষ মানববন্ধন করেছে রাস্তাটি পাকা করার দাবিতে।
মানববন্ধনে বক্তব্য দেন, জিল্লুর রহমান,মহিরুল ইসলাম,ফেরদৌস আলম,আব্দুল আজিজ,সাইদুর রহমান প্রমুখ। বক্তারা দ্রুত রাস্তাটি পাকা করার দাবী জানিয়ে বলেন, চলনবিল অধ্যুষিত বিলহরিবাড়ি গ্রামে এ রাস্তা দিয়ে কৃষক,শ্রমিক,শিক্ষার্থী চলাচল করে। বৃষ্টি হলেই পানি জমে কর্দমাক্ত রাস্তায় হেঁটেও চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়।
জানা গেছে, ওই রাস্তা দিয়ে হরদমা, সাবগাড়ী যোগেন্দ্র নগর,জ্ঞানদানগর,বিলহরিবাড়ি,তেলকুপিসহ অন্তত ১০ গ্রামের মানুষ চলনবিলে উৎপাদিত ফসল ঘরে তোলে।
এ বিষয়ে বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সুজা বলেন, জনগুরুত্বপুর্ণ ওই রাস্তাসহ ইউনিয়নের কাচা রাস্তাগুলো পাকাকরনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুতই রাস্তাটি পাকা হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে