ভূঞাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর
১৪ জুলাই ২০২৫

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা হয়েছে। সোমবার (১৪ জুলাই)  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহসভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধি দেশের উন্নয়নে একটি বড় চ্যালেঞ্জ। পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা তৈরি করা প্রয়োজন। লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর