নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের সড়কটি পাকা না হওয়ায় বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। ফলে যানচলাচল দূরের কথা হেঁটেও চলাচল করতে ভোগান্তির শেষ থাকে না। বর্ষাকালে লাশ নিয়ে কবরস্থানে পৌছাতে চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীকে। এ দিকে এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার আশায় শনিবার (১২ জুলাই) সড়কটি পাকা করার দাবিতে গ্রামের ৫ শতাধিক মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
জানা গেছে, বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী ময়দানের মোড় থেকে ময়েজ উদ্দিনের মোড় এবং কামালের বাড়ি হতে উত্তরপাড়া মসজিদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের এমন বেহালদশা। ওই এলাকায় বসবাসকারীদের ভাষ্য নির্বাচনকালে আশ্বাস পেয়ে আসলেও এখনো পাকা হয়নি সড়কটি। ফলে বর্ষাকালে সমজিদ,মাদরাসা,কবরস্থানে যাতায়াতে স্থানীদের ভোগান্তির শেষ নেই।
শুধু তাই নয়, পরিবহন শ্রমিক,চাষী,কৃষি শ্রমিক ও উৎপাদিত ফসল ঘরে তোলা নিয়ে বিড়ম্বনা পোহাতে হয় । এ পাড়ার ভ্যানচালক ফরিদুল হোসেন বলেন, সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা- পানি জমে। ভ্যান নিয়ে রাস্তায় বের হতে পারি না। ভ্যান না চললে সংসার চলে না এসময় ছেলে মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হয়।
মানববন্ধনে কামাল হোসেন,হামিদুল ইসলাম,সাইফুল ইসলাম,আজিজুল হক, আব্দুল জলিল, সেকান্দার আলী প্রমুখ বক্তব্য দেন। তারা জানান, এ এলাকার মানুষ শুধুমাত্র রাস্তার কারণে সভ্যতার আলো থেকে দুরে আছে এখনো। রাস্তার কাদাজলের কারনে মসজিদে নামাজ আদায়,কবরস্থানে লাশ নিতে পড়তে হয় বিপাকে।
বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সুজা বলেন, জনগুরুত্বপুন ওই সড়কসহ ইউনিয়নের কাচা রাস্তাগুলো পাকা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুতই সড়কটি পাকা করা হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে