৩২ বয়সী তোরণ ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর
১১ জুলাই ২০২৫


টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার বীরহাটি এলাকায় প্রায় ৩২ বছর আগে নির্মিত তোরণটির মূল কাঠামোয় ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ছে। এ অবস্থায় যে কোনো সময় তোরণটি সম্পূর্ণ ভেঙে পড়তে পারে, এতে মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা গেছে , ইবরাহীম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের উদ্যোগে ১৯৯৩-৯৪ সালে নির্মিত হয় এতোরণ- তোরণটি ভূঞাপুর শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থিত। প্রতিদিন হাজারো পথচারী যানবাহন পথ দিয়ে চলাচল করে। ফলে অবকাঠামোটির এমন ঝুঁকিপূর্ণ অবস্থা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এখন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা প্রতিদিন মৃত্যুভয় নিয়ে তোরণের নিচ দিয়ে চলি। অথচ এতবড় ঝুঁকি দেখেও কর্তৃপক্ষ যেন নির্বিকার।

এলাকাবাসীর জোর দাবি, দ্রুত তোরণটি সংস্কার করার। প্রয়োজন হলে অপসারণের কথাও ভাবা উচিত বলে মত দিয়েছেন অনেকে। জনস্বার্থে বিষয়টি  গুরুত্ব দিয়ে দেখার জন্য পৌর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন নাগরিকরা।

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর