নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী চরাপাড়া সড়ক পাকা না করায় চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। সামান্য বৃষ্টি হলে ভোগান্তির যেন শেষ থাকে না। কাঁদা রাস্তায় যানচলাচল দূরের কথা, হেঁটেও চলাচল করতে বিপাকে পড়তে হয় এলাকাবাসীকে। এমন পরিস্থিতিতে সড়কটি পাকা করার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামের অন্তত ২শ নারী-পুরুষ।
জানা গেছে, কুমারখালী চরাপাড়া নদীর উত্তর পাড় থেকে মাসুদ মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের এমন বেহাল অবস্থা দীর্ঘদিন। ওই পাড়ায় অন্তত ২ হাজার অধিবাসীর বসবাস। এ পাড়ার ভ্যানচালক মানিক শেখ বলেন, সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা-পানি জমে। ভ্যানের চাকা ঘোরে না। উপার্জনও থাকে বন্ধ। এ সময় ছেলে মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হয়।
ষাটোর্ধ আনোয়ার হোসেন বলেন, নির্বাচন এলে প্রার্থীরা এ সড়ক পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। নির্বাচন চলে গেলে আর তাদের দেখা পাওয়া যায় না। সড়কে কাদার কারনে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না। মরার আগে রাস্তাটি পাকা দেখে যেতে চান তিনি।
ইয়ারজান বেগম বলেন, এমন কাদা সড়ক দিয়ে শিশুরা স্কুলে যেতে চায় না। গেলেও সময়মতো স্কুলে পৌছাতে পারে না। অনেক সময় পা পিছলে কাদায় পড়ে গিয়ে বইখাতা,কাপড়-চোপড় নষ্ট করে বাসায় ফেরে।
বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, জনগুরুত্বপুর্ন কিন্তু অবহেলিত ওই সড়ক এবং এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। দ্রুতই রাস্তাটি পাকা হবে বলে আশা করছেন তিনি।
বিডি২৪অনলাইন/সি/এমকে