বরগুনায় দুই আসনে ইসলামি আন্দোলনের দলীয় প্রার্থী ঘোষণা

বদরুল ইসলাম, বরগুনা
১০ জুলাই ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা- বরগুনা- আসন নিজেদের দলের প্রার্থী ঘোষণা করেছে বরগুনা জেলা ইসলামি আন্দোলন। বৃহস্পতিবার (১০ জুলাই) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত নাম অনুযায়ী, বরগুনা- আসনে বরগুনা জেলা ইসলামি আন্দোলনের  প্রধান উপদেষ্টা কেওড়াবুনিয়ার পীর মাওলানা মো. ওয়ালিউল্লাহ বরগুনা- আসনে বরগুনা জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলীয় প্রার্থী ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী। বক্তব্য দেন- ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, প্রধান উপদেষ্টা কেওড়াবুনিয়ার পীর আলহাজ্ব মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাদের পীর বাওয়ালকর, সেক্রেটারি মাওলানা মো. আব্দুস শাকুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, বরগুনা জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানার রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবু নাঈম আনসারী প্রমুখ।

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর