তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠনের সম্পৃক্ততা জরুরি

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
১০ জুলাই ২০২৫


নাটোরের গুরুদাসপুরেস্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠনসমূহকে সম্পৃক্তকরণ জরুরী বিষয়ক আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধী জোট বিডিএসসি আয়োজনে বৃহস্পতিবার স্থানীয় চলনবিল প্রেসক্লাব হলরুমে এ সভা হয়।

আলোচনা সভায় বিডিএসসি সভাপতি অধ্যাপক এএইচএম একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন- চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, চলনবিল প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক এমদাদুল হক, গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজেদুর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিএসকেএস নির্বাহী পরিচালক রোকসানা আক্তার লিপি, আরডিও নির্বাহী পরিচালক জাকির হোসেন, মাওলানা মোশারফ হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিএসসি নির্বাহী পরিচারক মজিবুর রহমান মজনু।

আলোচকরা বলেন, তামাক দ্রব্য নিয়ন্ত্রনে সরকারী আইন যুগোপযোগী প্রয়োগ জরুরি। প্রচারনায় বেসরকারী প্রতিষ্ঠান এনজিওগুলোকে সম্পৃক্ত করতে হবে, তামাকের উৎপাদন আমদানী বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয় সভায়।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর