রোববার থেকে নতুন দরে কেনাবেচা হবে সোনা

নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২৪

দেশের বাজারে সোনার নতুন দর নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগের তুলনায় নতুন দরে ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ১ হাজার ২৯৫ টাকা  কমেছে। এছাড়া বাকি সব ক্যারেটের সোনার দাম কমানো হয়েছে।   রোববার ( জুন) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

শনিবার (৮ জুন) দেওয়া বাজুসের ঘোষণা অনুযায়ী, সোনার ভরিপ্রতি ২২ ক্যারেট ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেট লাখ ১০ হাজার ৬১০ টাকা, ১৮ ক্যারেট ৯৪ হাজার ৮১৭ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৮ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে আগের তুলনায় ভরিপ্রতি ২১ ক্যারেটে হাজার ২৩৬ টাকা, ১৮ ক্যারেটে হাজার ৪৯ টাকা আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৮৭৫ টাকা কমানো হয়েছে। তবে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর