একদিনের ব্যবধানে আবার বাড়ানো হয়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২৪

দেশের বাজারে সোনার দাম একদিনের ব্যবধানে আবার বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। সোমবার  (৮ এপ্রিল) বিকাল থেকেই নতুন দর কার্যকর হবে।

সোমবার ( এপ্রিল)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনে(বাজুস)। এর আগে নিবার ( এপ্রিল) সোনার দাম বাড়ানো হয়।

নতুন দর অনুযায়ী, ভরিপ্রতি সোনার দাম ২১ ক্যারেট লাখ ১২ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেট ৯৬ হাজার ২২৮ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৮০ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার নতুন দাম দেশের বাজারে এখন পর্যন্ত  সর্বোচ্চ।

স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে সোনার দাম বাড়ানো হলেও  অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর