নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুহাম্মদ নওশাদ জমির। রোববার (২৫ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দেন বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার মুহম্মদ নওফল আরশাদ জমির।
এদিকে নিয়ে রোববার বিকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। সেখানে লিখিত জবাবটির বিষয়ে নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার মুহম্মদ নওফল আরশাদ জমির বলেন, নোটিশে উত্থাপিত অভিযোগগুলো বাস্তবতা ও প্রকৃত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনভাবেই প্রার্থীর দ্বারা আইন, বিধি বা কর্তৃপক্ষের নির্দেশনা লংঘন সংঘটিত হয়নি। প্রকৃত পক্ষে সংশ্লিষ্ট বিষয়ে সর্বদা প্রচলিত আইন ও নিয়মকানুন অনুসরণ করা হয়েছে। নোটিশে বর্ণিত অভিযোগ ভুল বুঝাবুঝি ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে উত্থাপিত হয়েছে বলে মনে করেন প্রার্থী। নির্বাচনী আচরণ বিধিমালার জবাবে ব্যাখ্যা এবং সংযুক্তির পরিপ্রেক্ষিতে আনীত অভিযোগ থেকে অব্যাহতি চাওয়া হয় বলেও জানান আরশাদ জমির।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন রণি উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে