মন্তব্য
দেশে এখন নতুন এক পেশা- চাঁদাবাজি ভালো চলছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি বলেছেন, ইনশাআল্লাহ আমরা কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না।
রোববার (২৫ জানুয়ারি) ঢাকার যাত্রাবাড়ীতে ঢাকা ৪ ও ৫ আসনের নির্বাচনী জনসভায় এ কথা বলেন। তিনি বলেন, যারা এ পেশায় যুক্ত, তাদেরকে অনুরোধ করবো ভালো পথে ফিরে আসুন। আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব, ইনশাল্লাহ। কিন্তু যদি এ পথ বাদ না দেন একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড।
জামায়াতের আমির বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না। আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে