পঞ্চগড়ের বোদা উপজেলার মৌলভিপাড়ায় সড়কের পাশে সরকারিভাবে নির্মিত স্থাপনা দখল করা হয়েছে। বেংহারি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) আনিছুর রহমান এ স্থাপনা দখলে নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, সরকারিভাবে প্রথমে যাত্রী ছাউনি হিসেবে এ স্থাপনা নির্মাণ করা হয়। কয়েক বছর পরে সেটার সবদিকে দেওয়াল দিয়ে কাঁচারি ঘরের জন্য বরাদ্দ নেয় সাবেক ওই ইউপি সদস্য। এখন ঘরের পিছনে সংযোগ দিয়ে আরো ঘর নির্মাণ করছেন তিনি।
তারা আরও বলেন, জামায়াত সমর্থিত মেম্বারের প্রভাবে সরকারি ঘর দখলে নিয়েছেন আনিছুর রহমান। ইউপি সদস্যের তৃতীয় স্ত্রীকে সেখানে বাড়ি করে দেওয়ার কথাও জানান তারা।
সরজমিনে দেখা গেছে, মৌলভিপাড়ায় সড়কের পাশে সরকারি স্থাপনার ঘরটির পিছনে সংযোগ দিয়ে আলাদা রুম ও প্রাচীর নির্মাণের কাজ চলছে। ঘরটিতে প্রকল্প নামের নেমপ্লেটটি কৌশলে তুলে পলেস্তারা করে দেওয়া হয়েছে।
জানা যায়, বোদা উপজেলার বেংহারি ইউনিয়নের মৌলভিপাড়ায় জেলা পরিষদের বরাদ্দে প্রায় দশ বছর আগে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। কয়েক বছর পরে ২০১৮-২০১৯ অর্থবছরে ইউনিয়ন পরিষদের এলজিএসপি থেকে কাঁচারি ঘর নির্মাণের নামে আরো তিন লাখ টাকা বরাদ্দ নেয় ওই ইউপি সদস্য। ওই টাকায় যাত্রী ছাউনির একটি দরজা রেখে সবদিকে ইটের গাঁথুনি করে দেন তিনি।
অভিযুক্ত আনিছুর রহমান বলেন, আমার জমিতে কাঁচারি ঘরটি আছে এবং থাকবে। আমার নির্মাণাধীন ঘরের সাথে সেটার কোন সম্পর্ক নেই।
বেংহারি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলী বলেন, আমি জানতে পেরে নির্মাণকাজে বাধা দিয়েছি। কিন্তু তিনি কোন কর্নপাত করেননি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
বিডি২৪অনলাইন/সি/এমকে