মন্তব্য
দলের নেতাকর্মীদের তাহাজ্জুদের নামাজ আদায় করে নিজ নিজ ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সেখান থেকেই ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে।
রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে এ আহ্বান জানান। তারেক রহমান জানান, ভোট ও গণতন্ত্রকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। গত দেড় দশকে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছিল, একই কৌশলে আবারও ভোটের অধিকার হরণের চেষ্টা চলছে। মানুষের ভোটের, মতপ্রকাশের এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার যেন আর কেউ কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে