দেশের মানুষ এখন অনেক সচেতন উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখন মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ। দলের অঙ্গীকার, বক্তব্য, নিজের চরিত্র, নিজেদের কার্যক্রম নিয়ে সবাই জনগণের কাছে যাবে। জনগণ অতীত-বর্তমান বিবেচনা করে কার ওপরে আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবেন।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকায় ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিরপুরে আহত জামায়াতের নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে আরও বলেন, মানুষ স্বস্তির সঙ্গে ভোট দেবে এমন নির্বাচনই চাই আমরা। দেশে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন চায় জামায়াতে ইসলামী, যেখানে জনমতের প্রতিফলন ঘটবে, ভয়ভীতির পরিবেশ থাকবে না। তিনি বলেন, এখনই যদি সেই সাড়ে ১৫ বছরের কায়দায় নির্বাচনী ময়দানকে ওলটপালট করে দেওয়া হয়, তাহলে জাগ্রত যুবসমাজ কাউকে ক্ষমা করবে না। কারণ তারাই বুকের রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। ‘তোমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব’ কায়দায় কেউ ভোটের মাঠে নামলে যুবসমাজ ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে।
জামায়াত আমির বলেন, জামায়াতের অঙ্গীকার স্পষ্ট- দুর্নীতি-দুঃশাসনমুক্ত ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই আমরা। সেই সমাজে আর ফ্যাসিজম ফিরবে না।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে