পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮-এর প্রতিষ্ঠা বার্ষিকী ৫০ বছর পূর্তিতে "সুবর্ণ জয়ন্তী" উদযাপন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিজিবির আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের সৌজন্যে কেক কাটা হয়। পরে প্রীতিভোজ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি রংপুর সদর দপ্তরের উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়কসহ অন্যান্য অধিনায়ক, পঞ্চগড় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সামরিক ও বেসামরিক অন্যান্য কর্মকর্তা।
১৮ বিজিবির পদাতিক লে. কর্নেল পরিচালক ও অধিনায়ক আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়ন ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল নামক স্থানে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর হতে জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াগ্গাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বলিপাড়া, চুয়াডাংগা এবং ছোটহরিণায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে। এরপর ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি পঞ্চগড় দায়িত্বভার গ্রহণ করে।
তিনি আরো জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে ১৮ ব্যাটালিয়ন। এছাড়াও ব্যাটালিয়নের বাংলাবান্ধা আইসিপিতে প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড পরিচালনা করে প্রতিপক্ষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।
বিডি২৪অনলাইন/সি/এমকে