বাজারে আসতে শুরু করে দিয়েছে শীতকালীন সবজি। গত সপ্তাহের তুলনায় নতুন করে না বাড়লেও এখনও ভোক্তাদের হাতের নাগালে আসেনি দাম। শীতকালীন অধিকাংশ সবজির দাম ৭০ থেকে ১০০ টাকার মধ্যে। এর সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ ও পেঁয়াজ। এমন পরিস্থিতিতে হাতে গোনা টাকা দিয়ে নিত্যদিনকার বাজার করতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
ঢাকার ধানমন্ডি রায়ের বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেটসহ বিভিন্ন বাজার তথ্য বলছে, প্রতি কেজি বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, মুলা ৫০ টাকা, লতি ৮০ টাকা, ধুন্দুল ৫০ থেকে ৬০ টাকা ও পটোল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে ফুলকপি প্রতিপিচ ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। কেজিপ্রতি গাজর ৮০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা, শালগম ৭০ টাকা থেকে ৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। প্রতি কেজি শসা ৬০-৮০ টাকা এবং দেশি বড় টমেটো ১৮০ টাকা, ছোট আকারের ১২০ -১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচা মরিচের দাম ১৬০ থেকে ১৮০ টাকা এবং পেঁয়াজ ১১০-১২০ টাকা গুণতে হচ্ছে ক্রেতাদের। পেঁয়াজ বিক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ থাকার পরও পাইকারি দাম কমছে না। বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে এ পন্যটি।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে