অবৈধভাবে আমদানি ও চোরাচালান হওয়াসহ দেশের নেটওয়ার্কে ক্লোন করা মোবাইল ফোন বন্ধ করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তবে ১৬ ডিসেম্বরের আগে অ্যাকটিভ সবগুলো মোবাইল ফোন বৈধ হিসেবে রেজিস্ট্রেশন দেওয়া হবে। বুধবার (১৯ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ডাক উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, অবৈধ মোবাইল ফোনের সঙ্গে সিমের ভুল রেজিস্ট্রেশন এবং সিম সংক্রান্ত অপরাধ, জুয়ার লিংক এবং এমএলএম প্রতারণার বাল্ক এসএমএস পাঠানো, ভুল এমএফএস রেজিস্ট্রেশন মোবাইল ফাইন্যান্সিং সংক্রান্ত অপরাধ জড়িত। অনলাইন জুয়া ও স্ক্যামিং, অবৈধ ক্লোন মোবাইল ফোন সংক্রান্ত অপরাধ, প্যাটেন্ট ও প্রযুক্তিগত বিভিন্ন রয়্যাল্টি না দেওয়া, আয়কর ও শুল্ক ফাঁকি, ভারত ও চীন থেকে অবৈধ আনবক্সড মোবাইল ফোন আমদানি, বিমানবন্দরের লাগেজ পার্টি, সীমান্ত চোরাচালান, স্থানীয় হ্যান্ডসেটসহ উৎপাদন শিল্পের বিকাশকে বাধা দিচ্ছে। নাগরিক, সমাজ, অর্থনীতির ও রাষ্ট্রের বহু স্তরের নিরাপত্তা এবং সুরক্ষার নানাবিধ বিষয় জড়িত থাকায় এগুলো নিয়ন্ত্রণ করা দরকার।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে