বডি ওর্ন ক্যামেরার সংখ্যা কমবে

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে ৪০ হাজার বডি ক্যামেরার কথা বলা হলেও সেটা কমিয়ে আনা হবে এখন। কেবলমাত্র স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে।  মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা।  বৈঠকে বডি ক্যামেরা নিয়ে আলোচনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা আরও বলেন,  নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য পর্যালোচনা করার কথা বলা হয়েছে। মূল্যটা আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়।

উপদেষ্টা বলেন, সব জায়গায় বডি ক্যামেরা দিয়ে করা যাবে না।  কেননা এগুলো মনিটরিং করার ব্যাপার আছে। ছবি আসলে অ্যাকশন নিতে হবে তো। অতএব সেনসিটিভ যে জিনিসগুলো নির্বাচন কমিশনের সাথে আলাপ করে কেনা হবে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর