বেশ কিছুদিন ধরে পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল দেশের পুঁজিবাজার। কিন্তু সোমবার সেই বাজারে সূচকের সঙ্গে লেনদেনের গতি বেড়েছে। পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে, তার তুলনায় দর বেড়েছে ৯ গুণ বেশি সংখ্যকের। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে লেনদেনের শুরুর দিকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও পরবর্তীতে বাজারের চিত্র ক্রমান্বয়ে বদলে যেতে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। সব খাত মিলে দাম বেড়েছে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ৩৫টির আর ১৬টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে।
সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৪ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার পয়েন্টে এবং বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৯ পয়েন্টে উঠে। এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৫ টাকা। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২৯৮ কোটি ১০ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৯৫ লাখ টাকা।
অন্যদিকে সিএসইতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়েছে আগের দিনের তুলনায়। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৫৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০০টির,ৎ কমেছে ৪৫টির এবং ১১টির দাম অপরিবর্তিত থাকে। লেনদেন হয় ১৪ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন ছিল ৪ কোটি ৭৬ লাখ টাকা।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে