এলপি গ্যাসের নতুন দর নির্ধারণ, দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৫

চলতি অক্টোবর মাসের জন্য ভোক্তা পর্যায়ে কমেছে এলপি গ্যাসের নতুন দরে নির্ধারণ করা হয়েছে। নতুন দরে সেপ্টেম্বরের তুলনায়  প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমেছে। নতুন দাম ১২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে নতুন দর ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার ( অক্টোবর) দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, সৌদি সিপি প্রতি টন যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ৪৭৫ মার্কিন ডলার এবং প্রোপেন বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন বিউটেনের গড় সৌদি সিপি প্রতি টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় নিয়ে চলতি অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর