জুলাই সনদ ইস্যুতে জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে তিন-চতুর্থাংশ দলের কাছে নাম প্রস্তাব করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনা হয়।
অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, একটি সুনির্দিষ্ট সুপারিশ অন্তর্র্বতীকালীন সরকারের কাছে জমা দিতে পারব বলে আশা করছি। প্রধান উপদেষ্টাকে বলেছি আগামী ১৫ অক্টোবরের মধ্যে একটি মীমাংসায় আসতে পারব আমরা।
জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে তিন-চতুর্থাংশ দলের কাছে নাম প্রস্তাব করা প্রসঙ্গে আলী রীয়াজ জানান, অনেকে নাম দিয়েছেন। অনেকে এখনো দেননি। দ্রুত নাম দিতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে