শাপলা প্রতীকের সাথে নির্বাচন পেছানোর কোন সম্পর্ক নেই

সম্রাট হোসাইন, পঞ্চগড়
৩০ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমাদের যে শাপলা মার্কা, যেটা আমরা আইনগতভাবে পাই- সেটা আমাদেরকে দিয়ে দিক। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। এটার লড়াইটা আলাদা। এটা আমাদের মতো করে আইনগতভাবে যদি যেতে হয়, রাজপথে যেতে হয় আমরা যাব। এটার সাথেই নির্বাচন আগানো পিছানোর কোন সম্পর্ক নেই।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার জায়গা থেকে বলেছেন, বিদেশী কিছু শক্তি তাদের জায়গা থেকে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। জায়গায় এনসিপি বা অন্য কোন দলের কথা যদি বলেন, আমরা বরং চাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সব সময় যেটা বলেছি, সেটা হচ্ছে- একটা বিচার এবং সংস্কারের প্রক্রিয়া মধ্য দিয়ে একটা সুস্থ নির্বাচন হোক। এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই জরুরি।

সারজিস আলম বলেন, আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই। আইনগত কোন বাধা নেই। আমরা মনে করি, যারা নির্বাচন পিছানোর একটা কালো উদ্দেশ্য আছে এবং চক্রান্তের সাথে জড়িত। দেশকে কিছুটা অস্থিশীল করতে, ওই মানুষগুলো নিজেদের যে চক্রান্তটা অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য এখন ধরনের কথা বলছে। যে উনারা যদি মার্কা না পায়, তখন উনারা যে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, এটা মনে হয় নির্বাচন পেছানোর চক্রান্ত।

আমরা স্পষ্ট করে বলি- অন্তর্র্বতীকালীন সরকার যদি মনে করে তারা ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন দিবে, এনসিপির সেই জায়গায় কোন আপত্তি থাকবে না। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা দৃশ্যমান বিচার দেখতে চাই। জুলাই সনদের আমরা আইনগত ওই ভিত্তিটা চাই। যেটার মধ্য দিয়ে আমাদের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হবে।

 

এ সময় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তানবিরুর বারী নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবু সহ এনসিপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর