প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি কল্পনাপ্রসূত, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়ে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার ছাপা হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে দাবি করেছে বিএনপি। দলটি বলছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দলীয় এক বিবৃতিতে এ দাবি করেছে বিএনপি। বিবৃতিতে বলা হয়, ওই পত্রিকায় ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল শিরোনামে ২৩ সেপ্টেম্বর একটি সাক্ষাৎকার ছাপা হয়, এটা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। বানোয়াট এ বক্তব্যের উদ্দেশ্য হলো দেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। এ অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর