আ.লীগকে পুর্নবাসন করার রাজনীতি বিএনপির জন্য কাল হবে দাঁড়াবে

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগের পুর্নবাসনের পরিবর্তে বাংলাদেশ পুর্নগঠনে বিএনপিকে কাজ করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে। আর বিএনপি যদি  আওয়ামী লীগকে পুর্নবাসন করার রাজনীতি গ্রহণ করে থাকে, সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দলটির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়।

নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনার বা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। এটা যারা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দাঁড়াবে জনগণ। তাদের রাজনীতি দেশ থেকে নাই হয়ে যাবে।

নাহিদ জানান, একদিকে আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে; অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ৩৬ জুলাই বা আগস্ট দেশের ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছে। সেই রায়টি হচ্ছে দেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তারা যে অপকর্ম করেছে, সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

আওয়ামী লীগের পুনর্বাসনে ষড়যন্ত্র করা, দেশকে অস্থিতিশীল করার সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক পক্ষকে আওয়ামী লীগ প্রশ্নে, মুজিববাদ প্রশ্নে সবাই যেন এক থাকি। বিচারের মাধ্যমে তাদের রাজনৈতিক ফয়সালা যেন করতে পারি আমরা।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর