প্রবাসে বসে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো সদস্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। কেননা শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা আছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, এনআইডি যাদের লক আছে, তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। কেননা এনআইডি লক থাকলে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না তারা। নিবন্ধনের জন্য পাসপোর্ট নয়, এনআইডি বাধ্যতামূলক হবে।
তিনি আরও জানান, সংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অব কান্ট্রি ভোট হবে। প্রবাসে অবস্থানকারীরা অনলাইনে নিবন্ধন করবেন। এ জন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।
গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালকের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয়। এরা হলেন- রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে