পঞ্চগড়ে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শহরের আলোছায়া সিনেমা হল মার্কেটে এ সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুরুজ মিয়া, মকবুল হোসেন,আনোযারা বেগম, মনোয়ারা বেগম,হবিবুর রহমান,সহরাব হোসেন,নজরুল ইসলাম জানান, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ী গ্রামে ৩ একর ৩৩ শত জমি ক্রয়কৃত ও রেকর্ডের সম্পত্তি রয়েছে তাদের। দীর্ঘ ৫৪ বছর ধরে এ জমি ভোগ দখলসহ চাষাবাদ করছেন তারা। বর্তমানে জমির চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো রয়েছে।
এ অবস্থায় পাশ্ববর্তী ধনদেক পাড়া গ্রামের মোস্তফা গং ষড়যন্ত্রমুলকভাবে এ জমি জবর-দখল করার জন্য জমিগুলো তাদের নিজেদের দাবি করে বসে। সেই সঙ্গে তাদের পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়। এমন পরিস্থিতিতে পঞ্চগড় জেলা জজ আদালতে মোস্তফা গংয়ের বিরুদ্ধে মামলা করেন তারা। মামলায় একতরফা রায় ও খরচাসহ ডিগ্রি পায় তারা। কিন্তু আদালতের রায় উপক্ষো করে মোস্তফা গং জমি জবরদখলের পাঁয়তার চালায়। সেই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়। উদ্ভূত পরিস্থিতিতে জেলা জজ আদালতে চিরস্থায়ী জবর-দখলের মামলা করেন তারা। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
এদিকে সম্প্রতি মোস্তফা গং মাথায় হেলমেট, হাতে লাঠি-সোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে সেই জমিতে অনধিকার প্রবেশ করে জমি জবর-দখলের জন্য হালচাষ করেন। তাৎক্ষনিক ৯৯৯ লাইনে ফোন করলে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে মোস্তফা গং জমি থেকে চলে যায়। কিন্তু মোস্তফা গং হুমকি দিচ্ছে- জমিতে আবাদ করতে গেলে মেরে মাটিতে পুতে রাখবে তাদের। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। প্রশাসনের কাছে মোস্তাফা গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
বিডি২৪অনলাইন/সি/এমকে