বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে দলটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বৈঠক করে কমিশন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের পক্ষ থেকে পাঁচটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে সুনির্দিষ্ট একটি প্রস্তাব আছে জামায়াতের। এ ৫টি প্রস্তাবের মধ্যে তারা কাছাকাছি আসতে পারবে এবং জুলাই সনদের আইনগত ভিত্তি হবে বলে আশা প্রকাশ করেন নায়েবে আমির।
এক প্রশ্নের জবাবে তাহের বলেন, গণভোটের প্রস্তাবকে বিকল্প হিসেবে রাখা হয়েছে। বিশেষ সাংবিধানিক আইন জারির প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোটের মাধ্যমে হবে বলেও জানান তিনি।
জামায়াতের দেওয়া বিশেষ সাংবিধানিক আদেশ সংক্রান্ত প্রস্তাব প্রসঙ্গে আইনজীবী শিশির মনির বলেন, যেসব বিষয়ে একমত পোষণ করেছে ঐকমত্য কমিশন, এর মধ্যে যে বিষয়গুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেগুলোকে একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। বাকী ক্ষেত্রে সংবিধান যেমন আছে তেমনি থাকবে।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে