অন্যথায় নির্বাচন হবে না

নিজস্ব প্রতিবেদক
২১ অগাস্ট ২০২৫

 

জাতীয় নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো জামায়াতে ইসলামী দিয়েছে, সেগুলো নিশ্চিত করেই সরকারকে নির্বাচনে যেতে হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। বলেছেন, এ শর্ত ও দাবি পুরণ হলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে। অন্যথায় নির্বাচন হবে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন হামিদুর রহমান আযাদ।

পিআর, সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড সবার ভোটাধিকার নিশ্চিত করার মতো বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করেই এসব কথা বলেন জামায়াতে ইসলামীর এ নেতা।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকেই ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচনের টাইমলাইন দেওয়ার দাবি করা হয়েছিল বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ফেব্রুয়ারিতে এমনকি বছরের ডিসেম্বরে নির্বাচন হলেও জামায়াতের আপত্তি নেই। কিন্তু অন্যান্য দাবির সঙ্গে আমরা  একটা কথা জোরালোভাবে বলছি নির্বাচনে সবার সমান সুযোগ তৈরি করতে হবে, যেটা এখনো অনুপস্থিত। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো দৃশ্যমান নয়। তবে আমাদের উদ্বেগ নিরসনে কাজ করা হচ্ছে বলে ইসি আশ্বস্ত করেছে।

 

পিআর পদ্ধতি ছাড়া জামায়াতের নির্বাচনের অংশগ্রহণ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন,  পিআর পদ্ধতিটা দেশের জন্য কল্যাণকর হবে। এটা বেস্ট পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে। পিআর পদ্ধতিতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে। জনগণ চাইলে সরকারকে পিআর পদ্ধতিতেই যেতে হবে। সময়ই উত্তর দেবে। এজন্য জামায়াতে ইসলামী জনমত গঠন করবে বলেও জানান তিনি।

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর