পঞ্চগড় সীমান্তে নদীর মোহনায় ভাসছিল গুলিবিদ্ধ লাশ

সম্রাট হোসাইন, পঞ্চগড়
১৬ অগাস্ট ২০২৫

 

পঞ্চগড়ে গুলিবিদ্ধ মানিক হোসেন (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগষ্ট) তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার ডাঙ্গিপাড়া সীমান্ত এলাকার ভদ্রেশন করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মানিক ওই এলাকার তবিবর রহমানের ছেলে।

জানা গেছে, শনিবার সকালে স্থানীয়রা বালু তুলতে গেলে সাও করতোয়া নদীর মোহনায় লাশ ভেসে আসতে দেখে। স্থানীয়সহ তার পরিবারের লোকজন কাছে গেলে লাশটির পরিচয় শনাক্ত হয়।  পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আইবুল হক জানান, মানিক চোরাচালানের সাথে জড়িত ছিল। তবে মাঝে ভাল হয়ে পাথরের ব্যবসা করছিলেন। লোভ না ছাড়তে পেরে বৃষ্টি হওয়ায় গত চারদিন আগে চোরাচালানে জড়িতদের সাথে ভারতে যায়। সেখান থেকে ফিরে না আসায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বিজিপির কাছে মানিকের অবস্থান জানতে চাইলে উভয় পক্ষই কোন তথ্য দিতে পারেননি। বিএসএফ আগেই গুলি করে হত্যার পর লাশ কয়েকদিন রেখে শনিবার সকালে নদীতে ভাসিয়ে দেয় বলেও জানান তিনি।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া বলেন,  ওই ব্যক্তির মাথার পিছনে গুলি করা হয়েছে। গুলি চোখ দিয়ে বের হয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা করার জন্য নিহতের চাচা আসার কথা রয়েছে। আসলে আমরা নিয়মিত মামলা নেবো।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর