মন্তব্য
টাঙ্গাইলের ঘাটাইলে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪৫টি বাইসাইকেলসহ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধীদের মাঝে ৩৪টি হুইল চেয়ার ও সেলাই মেশিন এবং কৃষকদের মাঝে ২০টি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ আগষ্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়। এদিকে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শরিফা হক সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিডি২৪অনলাইন/সি/এমকে