ঘাটাইলে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রিমল তালুকদার, ঘাটাইল
১৪ অগাস্ট ২০২৫


টাঙ্গাইলের ঘাটাইলে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪৫টি বাইসাইকেলসহ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধীদের মাঝে ৩৪টি হুইল চেয়ার সেলাই মেশিন এবং কৃষকদের মাঝে ২০টি স্প্রে মেশিন  বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ আগষ্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়। এদিকে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শরিফা হক সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।


 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর