ভূঞাপুরে ৮২ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর
১৪ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কারিগরি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৮২টি প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান।

বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য হচ্ছে "সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি পৃথিবী রক্ষা" রোপণ করা চারার মধ্যে  কৃষ্ণচূড়া, জারুল সোনালু গাছের চারা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রধান শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর