প্রার্থী হতে পারবে না ঋণখেলাপিরা

নিজস্ব প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা।

বুধবার (১৩ আগস্ট) ঢাকায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন  উপদেষ্টা।  ড. সালেহ উদ্দিন আহমেদ আরও জানান, এ ক্ষেত্রে সমস্যা হচ্ছে কোর্টের স্টে অর্ডার নিয়ে। মহিউদ্দিন খান আলমগীর ঋণখেলাপি অবস্থায় ৫ বছর কাটিয়ে দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

আগামী নির্বাচনে কালো টাকা রোধে সরকারের পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের  প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, কালো টাকার দুটি বিষয় হচ্ছে উৎস আর প্রসেস। উৎসটা আগের চেয়ে মোটামুটি বন্ধ হয়েছে। আগে ব্যাংকের, শিল্পপ্রতিষ্ঠানের, নিউজ পেপারের, ফ্লাটের- সব একজনই মালিক ছিল। কিন্তু সেটা হচ্ছে না এখন। মোটামুটি এখন একটু চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে বলেও জানান তিনি।

দেশের অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক সংস্কৃতির ওপর নির্ভর করে বলেও জানান অর্থউপদেষ্টা। তিনি বলেন, রাজনীতিবিদরা যদি উৎসাহ দেন যে টাকা-পয়সা দিয়ে নমিনেশন দেবেন, ভোট দেবেন, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকে কিছুই করা যাবে না।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর