ভূঞাপুরে পুকুরে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর
০৭ অগাস্ট ২০২৫

 টাঙ্গাইলের ভূঞাপুরে কবরস্থানের পাশের একটি পুকুরে ডুবে নিখোঁজ হওয়া ফজলুল হক (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ( আগস্ট) বিকাল ৫টার দিকে ছাব্বিশা এলাকায় এ ঘটনা ঘটে। ফজলুল হক ছাব্বিশা গ্রামের মৃত ময়েজের ছেলে।

ফজুলল হকের পরিবার স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফজলুল হক তার গরুর জন্য ঘাস কাটতে বের হন। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।  একপর্যায়ে খবর দেওয়া হয় ভূঞাপুর ফায়ার সার্ভিসকে।

এদিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান চালায় এবং  তার মরদেহটি উদ্ধার করা হয়।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. স্বপন আলী বলেন, বেলা ৪টার দিকে আমাদের খবর দেওয়া হয়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিকাল ৫টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর