ঘাটাইলে শহীদ সাদিকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

রিমল তালুকদার, ঘাটাইল
০৫ অগাস্ট ২০২৫

 

টাঙ্গাইলের ঘাটাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ সাদিকের কবরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। সেই সঙ্গে তার রুহের মাগফেরাতের জন্য  দোয়া হয়েছে।

মঙ্গলবার ( আগষ্ট) উপজেলার সাগরদিঘী ইউনিয়নের করিমগঞ্জে  শ্রদ্ধাঞ্জলি অর্পণ মোনাজাতের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন, উপজেলা উপজেলা প্রাণিসম্পদ অফিসার বাহাউদ্দিন রিজভী, শহীদ সাদিকের পরিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, শহীদ সাদিক আমাদের স্বাধীনতা গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক। তাঁর আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। কর্মসূচির মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন গণতান্ত্রিক চেতনাকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করা হয়।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর