হাসিনার মতো নির্মম পতন কোন সরকারের হয়নি- সালাম পিন্টু

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর
০৫ অগাস্ট ২০২৫

 

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, আল্লাহ্ শেখ হাসিনাকে ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেননি। হাসিনার মতো এমন নির্মম পতন আর কোন সরকারের হয়নি।

 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উপজেলা পৌর বিএনপি যৌথ আয়োজনে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন।

 

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি হাতড়ে বিএনপির এ নেতা বলেন, গেলো বছরের চার আগষ্ট জেলখানায় বসে জানতে পারি- শত শত মানুষকে হত্যা করা হয়েছে। সবাই তখন কান্নায় ভেঙে পড়ি। সারা রাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে থাকি। পরেরদিন বেলা ১১ টায় খবর আসে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জেলখানার সবাই তখন খুশিতে লাফিয়ে উঠি।

 

উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- সাধারণ সম্পাদক মো সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতারা।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর