পঞ্চগড়ে জলবদ্ধতার কারণে অর্ধশত পরিবার ভোগান্তিতে পড়েছে। রাস্তার কালভার্ট বন্ধ করে দিয়ে দোকান নির্মাণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটি সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বৈরাগি পাড়া গ্রামেন। প্রশাসনের কাছে পানি প্রবাহের প্রতিবন্ধকতা দুর করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কালভার্ট বন্ধ করে দেওয়ায় বাজারের পানি গিয়ে জমাট হয় বৈরাগিপাড়া গ্রামের বাসিন্দাদের আঙিনা ও রাস্তায়। ফ্যাস্টিস সরকারের তৎকালীন চেয়ারম্যান আব্দুল মোমিনের ভাই আব্দুল জলিল ক্ষমতার অপব্যবহার করে টুনিরহাট-কালিয়াগঞ্জ রাস্তার মসজিদের সামনে কালভার্টটি বন্ধ করে দোকানঘর নির্মাণ করেছেন। বিষয়টি কয়েকবার প্রশাসনকে লিখিতভাবে জানানেও কোন কাজ হয়নি এখনো।
ভুক্তভোগী সুজন রায়,নিপেন চন্দ্র,স্বপন,সুজন ও সাইদুর রহমান জানান, আগে কালভার্ট দিয়ে পানি যাওয়ার পথ ছিল। কিন্তু দোকান নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে সে পথ। এখন কাঁদাপানি মাড়িয়ে হয়ে চলাচল করতে হয় প্রতিদিন। চলাচলের রাস্তা ও আঙিনায় পানি জমাট হয়ে আছে।
অভিযুক্ত আব্দুল জলিল বলেন, ক্রয়কৃত জমিতে দোকান ঘর নির্মাণ করেছি। আমার জমি দিয়ে পানি যাওয়ার রাস্তা দেব না।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সংশ্লিষ্ট চেয়ারম্যানকে বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে