মন্তব্য
টাঙ্গাইলের ঘাটাইলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলায় স্টল নেওয়া নার্সারিগুলো দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির বিদেশী জাতের চারা সরবরাহ করেছে।
উপজেলা প্রশাসনের আয়োজিত এ বৃক্ষমেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে-পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। রোববার (৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আবু সাঈদ।
মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, সমাজ সেবা কর্মকর্তা মো. হান্নান সরকার, প্রকল্প বাস্তবায়ন (পিআইও) এনামুল হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বিডি২৪অনলাইন/সি/এমকে