ঘাটাইলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

রিমল তালুকদার, ঘাটাইল
০৩ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলায় স্টল নেওয়া নার্সারিগুলো দেশীয় ফলজ, বনজ ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির বিদেশী জাতের চারা সরবরাহ করেছে।

উপজেলা প্রশাসনের আয়োজিত এ বৃক্ষমেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে-পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। রোববার (৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আবু সাঈদ।

মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, সমাজ সেবা কর্মকর্তা মো. হান্নান সরকার, প্রকল্প বাস্তবায়ন (পিআইও) এনামুল হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর