পঞ্চগড়ে ছাত্রশিবিরের জুলাই দ্রোহ মিছিল

সম্রাট হোসাইন,পঞ্চগড়
০২ অগাস্ট ২০২৫

জুলাই হত্যার বিচার জুলাই সনদ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে জুলাই দ্রোহ বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার ( আগষ্ট) বিকালে ব্যারিস্টার বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়, শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে শেষ হয় মিছিলিটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে দেন রাখেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবুল বাশার বসুনিয়া, তোফায়েল প্রধান, জুলফিকার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, শহীদ আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন,গণঅভ্যুত্থানের এক বছর হতে চললেও জুলাই হত্যাকান্ডের দৃশ্যমান কোন বিচার দেখা যাচ্ছে না। ইন্টিরিম সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসরেরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।  ইসলামী ছাত্রশিবির বিগত দিনে যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে; আগামীতেও ফ্যাসিবাদের উত্থান হলে তাদেরকে প্রতিহত করবে। অবিলম্বে হাসিনাকে দেশে ফিরিয়ে  এনে ফাঁসির দাবি জানান বক্তারা। একই সাথে দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি তোলেন। অন্যথায় জুলাই সনদ ঘোষণা বাস্তবায়নের জন্য ছাত্রশিবির রাজপথে আবারো আন্দোলন সংগ্রাম করবে বলে ঘোষণা দেন তারা।

 

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর