টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা হেফাজতে ইসলামের কাউন্সিল অধিবেশন ও কমিটি গঠন হয়েছে। শনিবার (২ আগস্ট) দেওয়ানবাড়ী মাদ্রাসা চত্বরে কাউন্সিল অধিবেশন এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মুফতি আব্দুল মালেক।
কাউন্সিল শেষে উপজেশা হেফাজতে ইসলামের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি করে ২১ জনের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাওলানা মাহফুজুর রহমানকে। সাধারণ সম্পাদক মুফতি শহীদুল্লাহ্ আন্দিপুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরুল ইসলাম ।
এদিকে অধিবেশনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী শামছুদ্দীন, সহসাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আনসার আলী, মাওলানা নুরুর রহমান, মাওলানা আল-আমিন কাসেমী ও মাওলানা মাহফুজুর রহমানসহ স্থানীয় ওলামায়ে কেরাম।
বিডি২৪অনলাইন/সি/এমকে