খোলা ট্রাকে উচ্চশব্দে গানের সঙ্গে উদ্দাম লাফালাফি, মাদকসহ ৫৭ কিশোর আটক

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
০১ অগাস্ট ২০২৫

চলন্ত খোলা ট্রাকে বক্সে বাজছিলো উচ্চশব্দের গান, গাদাগাদি কর উদ্দামভাবে লাফালাফি করছিল কিশোরের দল। ছোট পোষাকের সঙ্গে তাদের অঙ্গভঙ্গি ছিল  কুরুচিপুর্ন। ঝুঁকিপূর্নভাবে এ যাত্রার বিষয়টি নজরে আসলে ট্রাক থেকে ৫৭ কিশোরকে আটক করে টহলরত সেনাবাহিনী। এ সময় তাদের কাছে ৪ লিটার বাংলা মদ, লিটার বিদেশি মদ (ভটকা), ৪০ প্যাকেট সিগারেট, ৩শ গ্রাম গাজা, গাজা সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া যায়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ আগস্ট) সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এলাকায়। আটককৃতরা সবাই পাশ্বর্বর্তী বড়াইগ্রামের ধানাইদহ গ্রামের বাসিন্দা। এলাকাবাসী বলছেন-  তরুণ ‍ও কিশোরদের এমন লাফালাফি বর্ষাকাল এলেই শুরু হয়। বিকট শব্দের গানবাজনায় অতিষ্ঠ হয়ে পড়ে এলাকাবাসী।

জানা যায়, ধানাইদহ থেকে গুরুদাসপুরের পর্যটনকেন্দ্র বিলসায় যাচ্ছিল ওই কিশোররা। এ সময় খুবজীপুর-বিলসা সড়কে টহলরত সেনাবাহিনী তাদের গতিরোধ করে। এ সময় তাদের কাছে মাদক পাওয়া গেছে সেনাবাহিনী তাদের আটক করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করে।

খুবজীপুর এম হক কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসেন বলেন, বর্ষার ক’মাস চলনবিলের বিলশা পয়েন্টে পর্যটকদের আগমনে মুখরিত হয়ে ওঠে। কিন্তু কিশোরদের উচ্চশব্দে গান-বাজনার তালে উদ্দাম নৃত্য, লাফঝাঁপ, চিৎকার-চেঁচামেচি, মেয়েদের দেখলে বাজে মন্তব্য অশ্লীল অঙ্গভঙ্গিতে বিনোদনপ্রেমীরা বিরক্ত ও ক্ষুব্ধ স্থানীয়রা।

খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুর ইসলাম দোলন বলেন, কিশোররা বিনোদনের নামে যা করছে তা সম্পূর্ণ অপসংস্কৃতির উৎসব। অপসংস্কৃতি থেকে প্রজন্মকে দূরে রাখতে হবে। এগুলো বন্ধে সামাজিকভাবেও এগিয়ে আসা উচিত। বিলসা পর্যটন কেন্দ্রে প্রশাসনের নজরদারি বাড়ানোর অনুরোধ জানান তিনি। 

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৫০ জন কিশোরকে মুচলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকি জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর